প্রকাশিত: Tue, Jan 9, 2024 12:00 AM
আপডেট: Wed, Jul 2, 2025 2:38 AM

[১]কাবুলে আইএসের বোমা হামলায় নিহত ৫

ববি বিশ^াস: [২] শনিবার সন্ধ্যায় কাবুলের দাশত-ই-বার্চি এলাকার হাজারা সম্প্রদায়ের একটি বাসে এই বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটস। রোববার একটি বিবৃতিতে এই হামলায় ৫ জন মৃত এবং ১৫ জন আহত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আরও বলা হয়, আহতরা এখন হাসপাতালে ভর্তি এবং তাদের অবস্থা স্থিতিশীল। সূত্র: ডন 

[৩] ডনের প্রতিবেদন অনুযায়ী, এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর টেলিগ্রামে এই হামলার দায় স্বীকার করে আইএস-এর আঞ্চলিক গ্রুপ। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান-এর বরাতে ডন জানায়, পুলিশ এখনও দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য ঘটনার তদন্ত করছে। তাছাড়া দেশটির ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সম্পাদনা: ইকবাল খান